টুঙ্গিপাড়ায় মসজিদে দানকৃত জমি বিক্রয় নিয়ে দ্বন্দে ছয় জনকে কুপিয়ে জখম।


গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় রামচন্দ্রপুর গ্রামে চরপাড়া জামে মসজিদের দানকৃত জমি বিক্রয় নিয়ে কথা কাটির জের ধরে ছয় জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে একই গ্রামের আনিছ লস্কর সহ ১০/১৫ জন। ২৩ তারিখ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আহতদের কে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এ্যাড. মাসুদ পারভেজ ১০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।