গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় রামচন্দ্রপুর গ্রামে চরপাড়া জামে মসজিদের দানকৃত জমি বিক্রয় নিয়ে কথা কাটির জের ধরে ছয় জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে একই গ্রামের আনিছ লস্কর সহ ১০/১৫ জন। ২৩ তারিখ শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আহতদের কে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এ্যাড. মাসুদ পারভেজ ১০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।