এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাকিউন নাহার বেগম ( এনডিসি), নির্বাহী পরিচালক ফরিদা রেজা, সহকারী পরিচালক লায়লা আরজুমান বানু, হোস্টেল সুপার ফিরোজা আহমেদ, জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখা চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেল, জেলা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপ সচিব মোঃ লোকমান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
পরে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব এবং নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাকিউন নাহার বেগম ( এনডিসি) বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।