প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২২, ১২:১৭ অপরাহ্ণ
জাতির পিতার সমাধিতে জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন।
জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন । গতকাল ৩০ই মার্চ মঙ্গলবার দুপুর ০১:৩০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এবং ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকলের এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বরণকারী সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাকিউন নাহার বেগম ( এনডিসি), নির্বাহী পরিচালক ফরিদা রেজা, সহকারী পরিচালক লায়লা আরজুমান বানু, হোস্টেল সুপার ফিরোজা আহমেদ, জাতীয় মহিলা সংস্থা গোপালগঞ্জ জেলা শাখা চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেল, জেলা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপ সচিব মোঃ লোকমান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
পরে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব এবং নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাকিউন নাহার বেগম ( এনডিসি) বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত