চিতলমারীতে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান


বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান চালান। এ সময় মাস্ক বিতরন করা হয় এবং বিধিনিষেধ অমান্য করায় বেশকয়েক জনকে জরিমানা করা হয়।
এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছেন।