বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান চালান। এ সময় মাস্ক বিতরন করা হয় এবং বিধিনিষেধ অমান্য করায় বেশকয়েক জনকে জরিমানা করা হয়।
এ ছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছেন।