গোপালগঞ্জে দীর্ঘ সাত বছর পরে ক্রয়কৃত জমির মালিকানা বুঝে পেলেন সাদ্দাম মিনা
ঘটনাটি ২০১৫ সালের। গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া এলাকায় মাওলানা মোহাম্মাদ হাবিবউল্লাহ’র কাছ থেকে একটি ফসলি জমি ক্রয় করেন পাশর্^বতী এলাকা মাঝিগাতী ইউনিয়নের মো. সাদ্দাম হোসেন মিনা। বাজুনিয়া মৌজার জমিটির, বিআরএস-৮৯,খতিয়ান-৫৩৫/৫৫৪,জোত নাম্বার ৫৫৪,৫৬৪,বিআরএস দাগ নং-১১৭০,১১৭২। জমির পরিমান ১ একর ১৮ শতাংশ।
জমিটি সাদ্দম মিনা ২০১৫ সালে ক্রয় করলেও জমির মিউটিশন সমস্যায় তিনি এতোদিন জমির মালিকানা বুঝে পাননি । সদ্য মিউটিশন সমস্যার সমাধান হলে সাদ্দাম মিনা ১৮ই এপ্রিল সোমবার জমিটির সাবেক মালিক মাওলানা মোহাম্মাদ হাবিবউল্লাহ’র কাছ থেকে জমিটির মালিকানা বুঝে নেন। এ সময় এলাকাবাসী গন্যমান্য বেক্তিবর্গ সহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।