ঘটনাটি ২০১৫ সালের। গোপালগঞ্জ সদর উপজেলার বাজুনিয়া এলাকায় মাওলানা মোহাম্মাদ হাবিবউল্লাহ’র কাছ থেকে একটি ফসলি জমি ক্রয় করেন পাশর্^বতী এলাকা মাঝিগাতী ইউনিয়নের মো. সাদ্দাম হোসেন মিনা। বাজুনিয়া মৌজার জমিটির, বিআরএস-৮৯,খতিয়ান-৫৩৫/৫৫৪,জোত নাম্বার ৫৫৪,৫৬৪,বিআরএস দাগ নং-১১৭০,১১৭২। জমির পরিমান ১ একর ১৮ শতাংশ।
জমিটি সাদ্দম মিনা ২০১৫ সালে ক্রয় করলেও জমির মিউটিশন সমস্যায় তিনি এতোদিন জমির মালিকানা বুঝে পাননি । সদ্য মিউটিশন সমস্যার সমাধান হলে সাদ্দাম মিনা ১৮ই এপ্রিল সোমবার জমিটির সাবেক মালিক মাওলানা মোহাম্মাদ হাবিবউল্লাহ’র কাছ থেকে জমিটির মালিকানা বুঝে নেন। এ সময় এলাকাবাসী গন্যমান্য বেক্তিবর্গ সহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।