একটি খোলা চিঠি

বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী ব্যংলাদেশ সরকার। বিষয়:তৃতীয় ধাপ থেকে বাদপড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ প্রসঙ্গে। শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ্য বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে। ৪বছরের শিশু শেখ রাসেল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্টের সকল শহীদদের। আরও স্মরণ করছি, জাতীয় ৪ নেতাকে এবং ১৯৭১ সালের ৩০লক্ষ শহীদ ও ২ লক্ষ মা ও বোনকে যাদের রক্তের বিনিময়ে আমরা একটি লাল সবুজ পতাকা, একটি মানচিত্র তথা একটি স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তখন এই দেশ কে তলাবিহীন ঝুড়ি বলে বিদেশীরা ঠাট্টা-বিদ্রুপ করেছিল। খাদ্য উৎপাদন, রাস্তা-ঘাট, কল-কারখানা ছিল না সব ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধ্বংস স্তুপের উপরে দাড়িয়ে জাতির জনক ক্ষুধামুক্ত,দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধ শালী সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি অনুধাবন করেছিলেন, দেশ কে উন্নত করতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দরকার। তাই তার সরকারের মাত্র ২ বছরের মধ্যেই ৩৬০০০ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। জাতির জনক যদি আজ বেচে থাকতেন তাহলে হয়তো আমার এই লেখাটির প্রয়োজন হত না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনেকরি, জাতির জনকের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন শত বিপদের হাত থেকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। আর জাতির জনকের স্বপ্নের সোনার বাংলার নিপুণ কারিগর হিসেবে আপনি ২০১৩ সালের ৯ই জানুয়ারি ২৬১৯৩টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী,আপনার ঘোষনার আওতায় তৃতীয় ধাপ থেকে বঞ্চিত কিছু বিদ্যালয় আজও জাতীয়করণের বাহিরে। আমাদের বিদ্যালয় গুলি সচিবালয়ে তালিকা, উপজেলা যাচাই-বাছাই কমিটির সুপারিশ সহ সকল শর্ত পূরণ থাকার পর আজও জাতীয়করণের বাহিরে। তাই আপনার নিকট বিণীত অনুরোধ, যে সকল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১২ বা তৎপূর্ববর্তী সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী দিয়ে সফলতা অর্জন করেছে এবং উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটি নীতিমালার আলোকে সুপারিশ করেছেন, সেই সকল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের নির্দেশনা প্রদান করে ২০১৩ সালের ৯ই জানুয়ারির ঘোষণার বাস্তবায়ন করুন। পরিশেষে আপনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। জয়-বাংলা। জয়-বঙ্গবন্ধু।।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *