হরিপুরে ইউপি নির্বাচনে মেম্বর পদ প্রার্থী। হরিপুরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর আগাম জনসংযোগ।

 আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২০২১ইং সালে জনগণের সর্বোচ্চ ভোট পাওয়ার বিষয়ে আশাবাদী মোঃ জাহিদ ইকবাল( পদ্ম) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার 1 নং গেদুড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার পদ-প্রার্থীর আগাম জনসংযোগ ।

অনেক নাম জন গনের মুখে থাকলেও মূলত হেভিওয়েট প্রার্থী প্রতিই এ ইউনিয়নের ভোটারদের আগ্রহ থাকবে এমনটিই ধারণা করছেন 3 নং ওয়ার্ড বাসীর৷ কিন্তু মানুষের সুখে-দুঃখে, বিপদেআপদে জনতার পাশে দাঁড়ানোর পুরস্কার হিসেবে এবার ইউপি নির্বাচনে মেম্বার পদে অংশ গ্রহণ করবেন।

এ লক্ষ্য পূরণে তিনি দীর্ঘদিন যাবত জনহিতকর কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।২৮অক্টোবর বুধবার তার নিজ নিজ ওয়ার্ড আটঘড়িয়া; পিপল ডাঙ্গি ; কলোনি ,আরো, বিভিন্ন গ্রামে আগাম গণসংযোগ করে৷ অপর হেভিওয়েট প্রার্থী ইউনুস আলী ২ বারের সাবেক ইউপি সদস্য ও গেদুড়া ইউনিয়নের আ,লীগ যুগ্ন সাধারণ সম্পাদক-২ পদে দায়িত্বরত আছেন৷ দলের জন্য অবদান ও তার অতীত উন্নয়নের দিকে লক্ষ্য রেখে দল তাকে মনোনয়ন দিবে৷ সুষ্ঠ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। কঠিন পরিস্থিতিতেও দল মতনির্বির শেষে জনমত গড়ে তোলে নির্বাচনে জয়লাভের আশায় তিনি নির্বাচনী তৎপরতা শুরু করেছে। মোবাইল ০১৭১৮৭২৪৯৫০



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *