আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২০২১ইং সালে জনগণের সর্বোচ্চ ভোট পাওয়ার বিষয়ে আশাবাদী মোঃ জাহিদ ইকবাল( পদ্ম) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার 1 নং গেদুড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার পদ-প্রার্থীর আগাম জনসংযোগ ।
অনেক নাম জন গনের মুখে থাকলেও মূলত হেভিওয়েট প্রার্থী প্রতিই এ ইউনিয়নের ভোটারদের আগ্রহ থাকবে এমনটিই ধারণা করছেন 3 নং ওয়ার্ড বাসীর৷ কিন্তু মানুষের সুখে-দুঃখে, বিপদেআপদে জনতার পাশে দাঁড়ানোর পুরস্কার হিসেবে এবার ইউপি নির্বাচনে মেম্বার পদে অংশ গ্রহণ করবেন।
এ লক্ষ্য পূরণে তিনি দীর্ঘদিন যাবত জনহিতকর কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।২৮অক্টোবর বুধবার তার নিজ নিজ ওয়ার্ড আটঘড়িয়া; পিপল ডাঙ্গি ; কলোনি ,আরো, বিভিন্ন গ্রামে আগাম গণসংযোগ করে৷ অপর হেভিওয়েট প্রার্থী ইউনুস আলী ২ বারের সাবেক ইউপি সদস্য ও গেদুড়া ইউনিয়নের আ,লীগ যুগ্ন সাধারণ সম্পাদক-২ পদে দায়িত্বরত আছেন৷ দলের জন্য অবদান ও তার অতীত উন্নয়নের দিকে লক্ষ্য রেখে দল তাকে মনোনয়ন দিবে৷ সুষ্ঠ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। কঠিন পরিস্থিতিতেও দল মতনির্বির শেষে জনমত গড়ে তোলে নির্বাচনে জয়লাভের আশায় তিনি নির্বাচনী তৎপরতা শুরু করেছে। মোবাইল ০১৭১৮৭২৪৯৫০