শেখ হাসিনা সুস্থ থাকলে একজন বিপন্ন মুক্তিযোদ্ধাও গৃহহীন থাকবে না মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম
মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ্যাড.শ.ম রেজাউল করিম বলেছেন আল্লাহর রহমতে শেখ হাসিনা সুস্থ থাকলে একজন বিপন্ন মুক্তিযোদ্ধাও গৃহহীন থাকবে না। একজন মুক্তিযোদ্ধার ঘর নির্মানে সরকারের সাড়ে ১৩ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, পিরোজপুর-১ আসনের পিরোজপুর সদর, নাজিরপুর, স্বরূপকারীর বিপন্ন সকল মুক্তিযোদ্ধাদের পর্যায়ক্রমে ঘড় দেওয়া হবে। মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন, তাই আমরা আজ কেউ এমপি,মন্ত্রী, ইউএনও হয়েছি। দেশ স্বাধীন না হলে আমরা কেউ কিছু হতে পারতাম না। বিপন্ন মুক্তিযোদ্ধাদের জন্য এটা প্রধানমন্ত্রীর উপহার। ২৩ ফেব্রæয়ারী বুধবার সন্ধ্যায় নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাস-বেতে আয়োজীত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। নাজিরপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উদ্যোগে এ সুধী সমাবেশে সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীরামকাঠী ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারী, সেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, এছাড়া আরো উপস্থিত ছিলেন মাস্টার মোতাহার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা যুবলীগ সভাপতি এম খোকন কাজী,উপজেলা ছাত্রলীগ আহŸায়ক তরিকুল ইসলাম তাপন চৌধুরী, যুগ্ম আহŸায়ক নাঈম হাওলাদার প্রমূখ, উক্ত সুধী সমাবেশ সঞ্চালনা করেণ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস।
সুধী সমাবেশের আগে মন্ত্রী শ.ম রেজাউল করিম নাজিরপুর হেড কোয়ার্টার্স জিসি সড়কের উন্নয়ন ও ৭ টি বক্স কালভার্ট এর ভিত্তি প্রস্তর স্থাপন এবং বুইচাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবন, নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের সামনে আর,সিসি গার্ডার ব্রীজ, ছোট আমতলা বাজারে আর,সিসি গার্ডার ব্রীজ ও পাতিলাখালী নারায়ন পোদ্দারের বাড়ীর সামনের আর,সিসি গার্ডার ব্রীজের উদ্বোধন করেণ।