গোপালগঞ্জে এলজিইডি’র আওতাধীন সিআরআরআইপি-তে নিয়োজিত দুঃস্থ নারীদের সঞ্চিত অর্থের চেক বিতরণ
গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প (সিআরআরআইপি)-তে এক বছর মেয়াদী বৃক্ষ পরিচর্যা কাজে নিয়োজিত দুঃস্থ নারীদের মাঝে সঞ্চিত অর্থের চেক বিতরণ-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারি) বিকালে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে ৫ নারী কর্মীর প্রত্যেকের মাঝে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রাপ্য লভ্যাংশ সহ ২৯,৩৮৭/- টাকার চেক বিতরণ করা হয়। সুবিধাভোগী সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কোহিনুর, নিপা, তছিরন এবং নিজড়া ইউনিয়নের মিনু বেগম ও তৃপ্তি রানী সহ মোট ৫ নারী কর্মীর হাতে এ চেক তুলে দেন গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলা প্রকৌশলী এস. এম জাহিদুল ইসলাম, এলসিএস কর্মকর্তা শামসুন্নাহার। এ সময় উপজেলা ভাইস-চেয়ারম্যান নিতিশ রায়, সহকারী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।