গোপালগঞ্জের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়েছে নকল হীরা – ২ জাতের ধানবীজ, প্রতারিত কৃষক

 গোপালগঞ্জের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়েছে নকল হীরা – ২ জাতের ধানবীজ। এ বীজ কিনে প্রতারিত হচ্ছেন কৃষকেরা। পাশাপাশি আর্থিক ক্ষতি সহ নতুন করে আবারো বীজতলা তৈরী করে চারা রোপন করলেও সময়মত ভাল ফলন না পাওয়ার আশংকায় রয়েছেন তারা।

এদিকে নকল এসব বীজ বাজারে ছড়িয়ে পড়ায় একদিকে যেমন কৃষক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে সুনাম ক্ষুন্ন হচ্ছে সনামধন্য বীজ কোম্পানী সুপ্রিম সীডের। গোপালগঞ্জের সদর উপজেলার কৃষক অবনী মন্ডল এবছর বোরো ধান চাষ করার জন্য চার বিঘা জমিতে বীজতলা তৈরী করেন।

এজন্য তিনি বাজার থেকে তিনি .হীরা-২ ধান বীজ কেনেন। চারা গজানোর জন্য এ বীজ ১৪ ঘন্টা ভেজিয়ে রাখলেও তা থেকে হয়নি অঙ্কুরোদগম। পরে সুপ্রিম সীডের স্থানীয় ডিলারের কাছে বীজ ও প্যাকেট নিয়ে গেলে জানতে পারে এটা নকল সুপ্রীম সীডের হীরা – ২ জাতের ধানবীজ। এতে একদিকে যেমন ওই কৃষক অর্থিক ক্ষতির মুখে পড়েছেন অ্ন্যদিকে এ বছর ধান চাষে অন্তত ২০ দিন পিছিয়ে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন।

শুধু অবনি মন্ডল নয় এমন অবস্থা জেলার অর্ধশতাধিক কৃষকের। বোরো মৌসুমে চাষ করতে ওইসব কৃষকরা ইতিমধ্যে বীজতলা তৈরী করেছেন। চারা লাগাতে নকল হীরা-২ জাতের ধানবীজ কিনেন। এসব বীজ ভেজানোর ১৪ দিনের মধ্যে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদগম হবার কথা থাকলেও তা হয়নি।

ফলে জেলার অনেক কৃষক তাদের বীজ তলায় চারা রোপন করতে পরেননি। চমকপ্রদক বিজ্ঞাপন দেখে বেশি দামে এসব বীজ কিনে প্রতারিত হয়েছেন কৃষকরা। ফলে নতুন করে আবারো বীজতলা তৈরী করে চারা রোপন করলেও সময়মত ভাল ফলন না পাওয়ার আশংকায় রয়েছেন তারা। এদিকে এই ধরনের নকল হীরা – ২ জাতের ধানবীজ বাজারে ছড়িয়ে পড়ায় সুনাম ক্ষুন্ন হচ্ছে সনামধন্য বীজ কোম্পানি সুপ্রিম সীডের। এমন বড় কোম্পানির নাম ভাঙিয়ে নকল বীজ বাজারে ছড়িয়ে পড়ায় হতাশ কৃষক। বাজার তদারকি করে এই ধরনের নকল বীজ বিক্রি বন্ধে কৃষি বিভাগ ও সুপ্রিম সীড কোম্পানির কাছে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

সুপ্রিম সীড কোম্পানির জোনাল অফিসার কৃষিবীদ মশিউর রহমান জানান, আমাদের ডিলার বা রিটেইলার নয় এসব বীজ বিক্রি করছে কিছু লোকাল অস্বাধু কিছু ব্যবসায়ী। এই ধরনের নকল বীজ বিক্রি বন্ধে প্রশাসন ও কৃষি বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার বলেন, বিষয়টি জানতে পারলাম। আমরা এই ধরনের বীজ বাজারে বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করবো। গোপালগঞ্জ ভোক্তা অধিদপ্তরের উপ পরিচালক শামিম হাসান বলেন, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে বাজারে অভিযান পরিচালনা কর হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *