গওহরডাঙ্গার সমাবেশ থেকে মুসলিম সম্প্রদায় কে বেশি সচেতন এবং হিন্দু সম্প্রদায়ের সকল কে সহনশীল হওয়ার আহ্বান


সম্প্রতি কুমিল্লা সদরের নানুয়ার দিঘীরপাড়ের হিন্দুধর্মাবলম্বীদের পুজাম-পে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে আজ খাদেমুল ইসলাম বাংলাদেশের আয়োজনে গওহরডাঙ্গা মাদরাসায় আলেম-উলামা ও তাওহিদী জনতার এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খাদেমুল ইসলাম বাংলাদেশের বিভাগীয় জিম্মাদার ও গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়ার মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমাদ, মূখ্য বক্তব্য রাখেন ছদর সাহেব রহ.-এর পৌত্র মুফতি উসামা আমীন। আজ ১৭ ই অক্টোবর রবিবার সকাল দশটায় দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মুফতি উসামা আমীন তার বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে দীর্ঘকাল ধরে সব ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করে আসছে।
সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে কিছু উগ্রপন্থী বারবার কুরআন, মাহানবী স. ইসলাম, মুসলমানদের নিয়ে কটূক্তি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চালাচ্ছে। কুমিল্লা নানুয়ার দিঘীরপাড়ের পুজাম-পে প্রতিমার পায়ের উপর পবিত্র কুরআন রেখে অবমাননা সেই চক্রান্ত বাস্তবায়নের অংশ। তাই অনতিবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার মহাসচিব মাওলানা শামছুল হক বলেন, মুসলিম সম্প্রদায় কে আরো বেশি সচেতন ও সজাগ থাকার এবং হিন্দু সম্প্রদায়ের সকল কে আরো সহনশীল হওয়ার আহ্বান জানান। মুফতি মাকসূদুল হক ও মুফতি মোহাম্মদ তাসনীমের পরিচালনায় অন্যান্যের মধ্যে মুফতি নুরুল ইসলাম, হাজী শরিয়াতুল্লার সপ্তম পুরুষ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, মাওলানা কবিরুল ইসলাম, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা ঝিনাত আলী, খাদেমুল ইসলাম বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মুফতি মোস্তফা কাসেম, মাওলানা আব্দুল্লাহ খুলনা, মাওলানা আবুল কালাম, মাওলানা হায়াত আলী, মুফতি মইনুদ্দিন, খাদেমুল ইসলাম ইমাম পরিষদের মাওলানা আতাউর রহমান এছাড়াও শীর্ষ উলামা মাশায়েখ গন বক্তব্য রাখেন।