কোটালীপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সৈকত মৃধা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভাঙ্গার হাটের মুকরবাড়ি নামক স্থানে একটি পুকুরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সৈকত মৃধা সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের সমর চাঁদ মৃধার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে ৭পিচ ইয়াবাসহ সৈকত মৃধাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈকতের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রয় করে আসছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।