গােপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাউল্লাহ সিকদার ( ১৮ ) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে । আজ শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে । নিহত শ্রমিক আতাউল্লাহ সিকদার উপজেলার কাকডাঙ্গা গ্রামের রবিউল সিকদারের ছেলে ।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শেখ লুৎফর রহমান জানান, সকালে পিঞ্জুরী ইউনিয়েনের চেয়ারম্যান আবু ছাইদ সিকদারের মাছের ঘেরে কাজ করছিল আতাউল্লাহ । মাদ্রাসা থেকে নেয়া বিদ্যুৎ সংযােগের তার ঘেরের মধ্যে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন আতাউল্লাহ । পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষনা করেন । নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গােপালগঞ্জ ২৫০ – শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানাে হয়েছে ।