৭দিনের কঠোর লকডাউনের প্রথম দিন আজ।


মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবও সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশের ন্যায় গোপালগঞ্জে ও চলছে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। কঠোর লকডাউনে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রাস্তায় দু একজন পথচারী ছাড়া কাউকে বাইরে দেখা যাচ্ছে না। বন্ধ রয়েছে দোকান পাট শপিংমল। চলছে না কোন ভ্যান, রিকসা , ইজিবাইক বা অন্য কোন মোটরজান। গোপালগঞ্জ পৌরসভা এবং সদর উপজেলার প্রবেশ মুখে সকল সংযোগ সড়কে বাঁশের ব্যারিকেট দিয়ে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বসানে হয়েছে পুলিশের নিয়ন্ত্রিত চেকপোষ্ট।
সাধারণ মানুষেরা যাতে বাইরে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। রাস্তায় সকল ধরনের যানচলাচল বন্ধ আছে। কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে পারবে।
খাবারের দোকান, হোটেল রেস্তোরা সকাল ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত পার্সেলে বেচাকেনা করতে পারবে সকল প্রকার গনজমায়েত, সভা সমাবেশ,মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ঔষুধের দোকান, আইন শৃখংলা বাহিনী ও তাদের বহনকারী গাড়ী,সংবাদকর্মিদের গাড়ী লক ডাউনের আওতামুক্ত থাকবে।
সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মাঠে কাজ করছেন, উপজেলা প্রশাসনসহ সেনাবাহিনী.পুলিশ আনসার ও বিজিবি।