৫০ বোতল ফেনসিডিল সহ ২ জন আটক

 গত ২৫ নভেম্বর ২০২০ খ্রিঃ দিবাগত রাত অনুঃ ০১.২৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই অাকতার, অনিমেষ ও এএসআই মাসুদের সমন্বয়ে একটি টিম নিয়মিত চেকিং এর সময় ঘোড়াঘাট-গোবিন্দগন্জ আঞ্চলিক মহাসড়কের কাঁটামোড় নামক স্হানে দিনাজপুর হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে বাসযাত্রী আসামি ১। আসাদুল ইসলাম (২৭) পিতা আব্দুর রহিম সাং ভাদুরিয়া থানা নবাবগঞ্জ ও ২।সাদ্দাম হোসেন (২৪)পিতা লালমিয়া সাং দামুদারপুর থানা ঘোড়াঘাট উভয় জেলা দিনাজপুর দ্বয়ের সাথে ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল ও নকল ফেনসিডিল তৈরির মালামাল সহ আসামি দ্বয় কে আটক করে। থানাসূত্রে জানাযায় যে, আসামি সাদ্দাম নকল ফেনসিডিল তৈরির কাজে জড়িত। উদ্ধার কৃত ৫০ বোতল ফেনসিডিলের মূল্য অনুঃ ৩৫ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *