স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার এর সভাপতিত্বে বৃহস্পতিবার (৩ মার্চ)  বিকেলে ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী শেখ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফকির, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন সুলতানা, ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফেরদৌস ও অন্যান্য।
ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল কবীর শিকদার বলেন,  মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এক সূত্রে গাথাঁ। যদি শেখ মুজিবুর রহমান না থাকতো তবে বাংলাদেশ হতো না। শেখ হাসিনা আছে বলেই আজ এ দেশে উন্নয়ন হচ্ছে।
বক্তারা আরও বলেন,  মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তখনই সফল হবে, যখন সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারবে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, বিভিন্ন পর্যায়ের স্থানীয় সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য পিরোজপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে একযোগে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *