স্ত্রী কর্তৃক স্বামীর নির্যাতন থানায় অভিযোগ
আশুলিয়ায় স্ত্রী কর্তৃক স্বামীর নির্যাতন থানায় অভিযোগ আশুলিয়ায় সাংসারিক কলহের জের ধরে দীর্ঘদিন যাবৎ স্ত্রী কর্তৃক স্বামীর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে । নিজামুল ইসলাম নাঈম (৩২)পিতা_ মাসুদুল ইসলাম রানা, ইউনিক দাদা মার্কেট উঃ গাজিরচট এর বাসিন্দা, আশুলিয়া,ঢাকা এর সাথে ফাতেমা আক্তার আয়শা (২৪) পিতা, মোঃ জসিম উদ্দিন ঘোরাট আশুলিয়া এর সাথে পারিবারিক ভাবে গত ১৩/০৪/২০১৫ ইং তারিখ বিবাহ হয় ।এ ব্যাপারে ভুক্তভোগী নাঈম জানান, আমার বিবাহের পর হতে বিভিন্ন ধরনের নির্যাতন সহ শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে আমার স্ত্রী । আমার পিতা মোঃ মাসুদুল ইসলাম রানা এ বিষয়ে অবগত হওয়ার পর আমাকে ১২/১২/২০১৭ ইং তারিখ ৬.৫০০০০ টাকা খরচ করে বিদেশ পাঠান । ১৪ মাস বিদেশে থাকার পর গত ২০১৯ সালের এপ্রিল মাসে দুইটি বিদেশি ভিসা সহ বাড়িতে চলে আসার পর থেকে আমার স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি সহ সকলে ফুঁসলিয়ে ফাসলিয়ে ঘর জামাই বানাতে আমাকে চাপ প্রয়োগ করে । প্রায় ৭/৮ মাস যাবৎ আমি আমার শশুর বাড়িতে বসবাস করে আসছি এবং সেখানে থেকে সার্ক স্যাটেলাইট নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছি । সম্প্রতি গত ৩১/০৭/২০ ইং তারিখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শশুর শাশুড়ি ও স্ত্রীর ফুফাতো বড় ভাই সহ অজ্ঞাত আরও ৪/৫ জন বেদম মারধর করে এবং আমার বসবাসরত ঘড় থেকে টেনে হেঁচড়ে বাড়ীর বাহির করে মারধর করে ঘরে তালা মেরে আমার কাছে থাকা ১,৩৫০০০টাকা এক CD,80 টি মোটরসাইকেল , অফিসের একটি নোকেয়া, এবং একটি HTC ট্রাস্ট মোবাইল ফোন নিয়ে নেয় । এব্যাপারে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । এবিষয়ে জানার জন্য মেয়ের বাবা জসিম উদ্দিনের সাথে যোগাযোগের জন্য চেষ্টা করলে তা সম্ভব হয়নি । এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল এর সাথে কথা বললে তিনি জানান আমি এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । ভুক্তভোগী পরিবারের দাবি স্থানীয় প্রশাসন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশাবাদী ।