সুনীল কুমার দাস সভাপতি এবং সাধারন সম্পাদক আলহাজ্ব এম জুলকদর রহমান
গতকাল শনিবার যথাযত প্রক্রিয়ার মাধ্যমে গোপালগঞ্জ জেলা উকিল বারের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সকাল ১১টা থেকে ২০৩ টি ভোট নিয়ে ভোট গ্রহন আরম্ভ হয়। ভোট গ্রহন শেষ হয় বিকাল ৫ টায়। মোট ২০১ টি ভোট গ্রহন হয়।
নির্বাচনে প্রতিদ¦ন্দীতা হয় ২টি প্যানেলে। তার মধ্যে সভাপতি সুনীল কুমার দাস, সাধারন সম্পাদক আলহাজ¦ এম জুলকদর রহমান এবং প্রতিদন্দি প্রার্থী ছিলেন রবিউল আলম, সরদার মোহাম্মাদ মোহাব্বত আলী। বিজয়ী সভাপতি- ১১০ ভোট পেয়ে ও সাধারন সম্পাদক ১৭১ ভোট পেয়ে জয়লাভ করেন। ১৪৫ ভোট পেয়ে ১ম সহ-সভাপতি হিসাবে জয়লাভ করেন সামছুন্নাহার ।