সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এখন থেকে ‘ড. এ কে আব্দুল মোমেন বাস টার্মিনাল’
সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ,আলী আমজাদের ঘড়ি ও আসাম টাইপ বাংলোর স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে কদমতলী বাস টার্মিনাল প্রকল্পের নকশা প্রণয়ন করা হয়। এই টার্মিনালের নকশা করেন স্থপতি সুব্রত দাশ,স্থপতি রবিন দে ও স্থপতি মোহাম্মদ জসিম উদ্দিন।
সিলেটের কৃতিসন্তান,পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেনের নামে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সিলেট সিটি কর্পোরেশন বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের নামকরণ হয়েছে। মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন বাজেট ঘোষণা অনুষ্ঠানে বলেন;- ‘আপনারা দেখেছেন,আমার মেয়াদকালে সিলেট মহানগরীতে কয়েকটি চত্বর নির্মাণ করা হয়েছে।
সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি স্থাপনা এবং চত্বরের নামকরণ করা হয়েছে। স্থানীয় সরকার কর্তৃক জারিকৃত সিটি কর্পোরেশনের সড়ক,ভবন ও স্থাপনা নামকরণ নীতিমালা ২০১৪-অনুযায়ী নামকরণ প্রস্তাব যাচাই-বাছাই কমিটির সুপারিশ এবং একই বিষয়ে সিটি কর্পোরেশন কর্তৃক গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী দক্ষিণ সুরমায় অবস্থিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নামে নামকরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।’ উল্লেখ্য যে,নান্দনিক স্থাপত্যশৈলীতে দক্ষিণ সুরমার কদমতলীতে ৮ একর ভূমির উপর নির্মাণ করা হয়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। এটি এশিয়ার মধ্যে সবচেয়ে নান্দনিক বাস টার্মিনাল বলছেন সংশ্লিষ্টরা। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও চলতি বছরের গত ১৫ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটিতে বিমানন্দরের আদলে বহির্গমন ও আগমনের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।