সাতক্ষীরা ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিঃ জামাল বাদশা

 

সাতক্ষীরা’র শ্যামনগরের ১ নাম্বার ভূরুলিয়া ইউনিয়ন ৮ নাম্বার ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১০ টায় সুইজারল্যান্ড ওয়াটার এইট বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদ ও রূপান্তরের আয়োজনে  দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে ইউপি সদস্য জোবায়দা নাহার, এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রুপান্তরের ইউনিয়ন আউট রিচ অ্যান্ড মবিলাইজেশন অফিসার এলোয়ারা খাতুন ও মোঃ শোকর আলী, এর পরিচালনায়

 

উপস্থিত ছিলেন সাধন কুমার, আতাউর,আবুল হক, আফরোজা রুমি,আবু হাসান,জয়পকাশ মন্ডল, বিশ্বজীত মন্ডল,জয়দেব গায়েন,রফি মল্লিক,মোঃইব্ররাহিম,আসমা, বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে এলাকার উল্লেখযোগ্য সমস্যা যেমন জলবায়ু পরিবর্তনের কারণে সুপেয় পানির অভাব , জলবদ্ধতা ,বর্জ্য ব্যবস্থাপনা, তাপমাত্রা বৃদ্ধি,শিশু শ্রম বৃদ্ধি সহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমস্যাগুলো ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সমাধান করার জন্য করণীয় ব্যবস্থা জন্য জোর দাবি জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *