সাংবাদিক শুভর উপর হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলেন ওসি আনোয়ার

দূর্বিত্তদের হামলায় আহত বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সদস্য এমআর শুভ আহত হওয়ার ঘটনায় হালাকারীদের গ্রেফতাদের দাবীতে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন’র সাথে সাক্ষ্যাৎ করেছেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ।

অদ্য (২৭জুলাই) রোজ বৃহস্পতিবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল এবং বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারন সম্পাদক রিপন হাওলাদারের নেতৃত্বে এ সাক্ষ্যাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষ্যাৎকালে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দ সাংবাদিক শুভর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। এসময় কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের আস্বস্ত করে বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। আমরা চেষ্টা করছি প্রকৃত হামলাকারীদের গ্রেফতারের। ইনশআল্লাহ অচিরেই হামলাকারীদের গ্রেফতার করতে সক্ষম হবো।

এসময় বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ, বরিশাল অনলইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুরাদ হোসেন, সদস্য অপূর্ব বাড়ৈ, তানজিমুল রিসাদ, বিশ্বজিৎ কুমার রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *