শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-১৪২৮ সম্পন্ন
শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-১৪২৮ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দির শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ১০ টায় সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনের শুভ উদ্বোধন ও মঙ্গল আশীর্বাদবাণী প্রদান করেন শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও প্রাক্তন এম.পি.এ. মহা মতুয়াচার্য শ্রী শচীপতি ঠাকুর।
মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও আশীর্বাদ বাণী প্রদান করেন শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্না ঠাকুর। আশীর্বাদবাণী প্রদান করেন, শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন যুব সংসদের সভাপতি মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিশির কুমার বড়াল। শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মতুয়া শ্রী মিন্টু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মতুয়া শ্রী দেবাশীষ বিশ্বাস, মতুয়া গবেষক মাহমুদ হোসেন দিপু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রী বিদুর কান্তি বিশ্বাস।
এছাড়া সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ ও গুরু গোঁসাইবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বৈশ্বিক করোনা মহামারী থেকে মুক্তি চেয়ে বিশ্বশান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সকল মতুয়া নেতৃবৃন্দ ও গুরু গোঁসাই বৃন্দদের একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে বক্তব্য শেষে অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি মহা-মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্না ঠাকুর, সাধারণ সম্পাদক ইঞ্জি. শিশির কুমার বড়াল, সাংগঠনিক সম্পাদক শ্রী মিন্টু বিশ্বাস, শ্রী অসীম মজুমদার, শ্রী অসীম পাল, শ্রী নিরঞ্জন অধিকারী, শ্রী মন্টু মন্ডল নির্বাচিত হয়েছেন। এদিকে শ্রীধাম ওড়াকান্দিতে আয়োজিত শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সাধারন সভা ও কাউন্সিল অধিবেশনকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর। করোনা মহামারী বিবেচনায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক কর্তৃপক্ষ।