শ্রমিকনেতা মরুহুম মোঃ আলী খান এর ১৬তম মৃত্যু বার্ষিকী
২০০৫সালে ৫ই জানুয়ারি এই দিনে মৃত্যুবরন করেন, বাংলাদেশ পূর্বাঞ্চল মিল যশোর এর ১৯৭২সালের প্রেসিডেন্ট ও বার বার নির্বাচিত সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা, গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক।
কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নে ছোট পারুলিয় গ্রামের সোলাইমান খান তাহিম এর বাবা মরুহুম মোঃ আলী খান, যিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী নেতা, মুজিব আর্দশের সৈনিক, যিনি পূর্ব পাকিস্তান আমলের শ্রমিক নেতা ছিলেন, খুলনা প্লাটিনাম মিল এর প্রেসিডেন্ট ছিলেন, তার হাতে গড়া এমপিরা এখনো বেচে আছে, খুলনার নগর পিতা আব্দুল খালেক তালুকদার এমপি ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, তিনি মানুষের সেবায় কাজ করে গেছেন, আজ তার পরিবারের খোঁজ কোন নেতা নিচ্ছে না, মরহুমের জন্য তার পরিবার দোয়া চেয়েছে আপনাদের কাছে, দোআ করবেন সবাই, যাতে আল্লাহ তাআ’লা মোঃ আলী খান কে জান্নাতুল ফৈরদাউস দান করুন “আমিন”