শেখ হেলাল এমপির মাতা বেগম রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় টুঙ্গিপাড়ায় দোয়া অনুষ্ঠিত
বঙ্গবন্ধু পরিবারের অভিভাবক শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচি এবং সাংসদ শেখ হেলাল উদ্দিন , শেখ সালাউদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং শেখ বেলাল উদ্দিন বাবু’র আম্মা ও সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদু বেগম রিজিয়া নাসের গত সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পরে মরহুমের নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) পবিত্র জুম্মার নামাজ আদায়ের পর টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের আয়োজনে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদে সদ্য প্রয়াত বেগম রাজিয়া নাসিরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মােঃ বাবুল শেখ, সাবেক সভাপতি ইলিয়াছ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম.হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম সহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে তাদের মাঝে তবারক বিতরণ করা হয়। এছাড়া কোটালীপাড়া উপজেলা আ.লীগের আয়োজনে উপজেলা পরিষদ জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায়ের পর বেগম রিজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর মুসল্লিদের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।