শেখ হেলাল উদ্দিনের মা আর নেই

শেখ আবু নাসের এর সহধর্মিণী বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী মোসাঃ রাজিয়া নাসের আজ সন্ধ্যায় ৭ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে অসুস্থ ও কোভিট (১৯) এ আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেগম রাজিয়া নাসের ডলি ৫ জন পুত্র সন্তানের জনক, তারা হলেন শেখ আব্দুল্লাহ রুবেল, শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ সোহেল। শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালক ছিলেন[৭] এবং শেখ হেলাল ছিলেন একজন সংসদ সদস্য ছাড়াও তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দৈনিক শতবর্ষ পরিবারের পক্ষ থেকে বেগম রাজিয়া নাসের ডলি এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *