শুদ্ধাচার পুরস্কার পেলেন, সহকারী পুলিশ কমিশনার (বি.এম.পি) জনাব শাহেদ আহমেদ চৌধুরী
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার প্রকৌশলী জনাব শাহেদ আহমেদ চৌধুরী কর্মক্ষেত্রে তার পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভাল আচরণ, নেতৃত্বসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। বিগত ২০১৯-২০ বছরে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কারে ভূষিত হন। আজ বৃহস্পতিবার, ০৮ই জুলাই ২০২১ খ্রিঃ ১৪:৩০ ঘটিকায় বি.এম.পি সদরদপ্তর সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ (বি.পি.এম-বার) মহোদয়ের পক্ষে পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) মহোদয় তার হাতে আইজিপি মহোদয় কর্তৃক স্বাক্ষরিত সম্মাননা সনদ তুলে দেন। উল্লেখ্য যে, সহকারী পুলিশ কমিশনার জনাব শাহেদ আহমেদ চৌধুরী ইতোমধ্যে বদলি সূত্রে বিএমপি থেকে পটুয়াখালী জেলার বাউফল সার্কেলে যোগদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক,উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব মোহাম্মদ নজরুল হোসেন,উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর ও গোয়েন্দা শাখা জনাব মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মোঃ রাসেল সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।