লকডাউনে গোপালগঞ্জ সোনালী ব্যাংক
![](https://dainikshatabarsa.com/wp-content/uploads/2020/07/1346-1.jpg)
![](https://dainikshatabarsa.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জ শহরের সোনালী ব্যাংকের প্রধান শাখায় কর্মকর্তারা সহ নয় (৯) জনের করোনা সনাক্ত করা হয়েছে। ১২ জুলাই, রবিবার সকাল থেকে সোনালী ব্যাংক (গোপালগঞ্জ) প্রধান শাখা পাঁচ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়। উক্ত শাখা বন্ধ থাকার কারণে ব্যংকের গ্রাহকেরা চরম বিপাকে পড়েন এবং সকলকে মাস্ক পড়া ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করা সহ, সামাজিক দুরত্ব( ৩-ফুট) বজায় রেখে। সকল কে সতর্ক থাকার জন্য বিশেষ পরামর্শ দেয়া হয়েছে।ঘরে থাকুন সুস্থ থাকুন