র্যাব-০৮ এর অভিযানে ২৫৬ বোতল ফেনসিডিলসহ ০২ আন্তজেলা মাদকব্যবসায়ী আটক
ফেনসিডিল সহ ২আন্তঃজেলার মাদক ব্যবসাই গ্রেফতার করেছে র্যাব। বাংলাদেশ র্যাব-০৮ এর মিডিয়া সেল সূত্রে জানানো হয়,
র্যাব -০৮ এর বরিশাল ও ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অদ্য (০৩ এপ্রিল) রোজ সোমবার র্যাব এর গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , সন্ধ্যা নাগাদ ফরিদপুর জেলার মধুখালী থানার মরিচ বাজারস্থ এলপিজি পাম্প এলাকায় মাদকের একটি বড় চালান নিয়ে মোঃ জসিম বিশ্বাস(৩৬) এবং মোঃ শাহিন শেখ(৪০) নামের দুই জন আন্তঃজেলা মাদক কারবারির আগমন ঘটবে। সেই গোপন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে ফরিদপুর (সিপিসি-২) ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাইজকান্দি মোড়ে অবস্থান গ্রহন করে এবং কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে আসামী ফরিদপুর জেলার মধুখালী থানাধীন নওয়াপাড়া এলাকার বাসিন্দা মৃতঃ ফাকু বিশ্বাসের ছেলে (ধৃত আসামী) ০১) মোঃ জসিম বিশ্বাস (৩২) রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন মোল্লাপাড়া জুরান এলাকার বাসিন্দা মোঃ ওসমান শেখের পুএ (ধৃত আসামী) ২) মোঃ শাহিন শেখ(৩৫)দ্বয়কে একটি প্রাইভেট কারসহ প্রথমে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদের তল্লাসী করিয়াকাছ থেকে ২৫৬ বোতল নিষিদ্ধ ভারতীয় অবৈধ মাদক ফেনসিডিল, ০১টি প্রাইভেট কার, ০৪টি মোবাইল, ০৬ টি সিম এবং মাদক বিক্রিত নগদ ৬৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে আসামীদ্বয় দীর্ঘদিন যাবত আন্তঃজেলা মাদক কারবারির সাথে জড়িত রয়েছে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে উদ্ধার হওয়া জব্দকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল এর ১৪(গ) ধারায় মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করার পশ্চাতে জেল হাজতে প্রেরন প্রক্রিয়াধীন।