রাস্তার পাশে কাঠ রাখার অপরাধে ৬টি স মিলে ভ্রাম্যমান আদালত এর জরিমানা

চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া বাজারে ভ্রাম্যমান আদালত রাস্তার পাশে কাঠ রাখার অপরাধে ৬টি স মিলে জরিমানা, । আজ সোমবার ২১শে ডিসেম্বর বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে রাস্তার পাশে ইট কাঠ, খোয়া রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ টি স মিলের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে মহাসড়কের পাশ থেকে কাঠসহ অন্যান্য মালামাল সরিয়ে নেওযার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। এবং এক বাড়িওয়ালার বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়। এবং সম্মানিত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর নির্দেশনামতে পরবর্তীতে কোন সমিলের কাঠ রাস্তায় পাওয়া গেলে লাইসেন্স বাতিল করে স মিল বন্ধ করে দেওয়ার জন্য সতর্কতা করেন। এবং হিজরাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী, অফিস সহায়ক মোঃ আরমান আলী চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সার্বিক সহায়তা প্রদান করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *