রাণীনগরে যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁর রাণীনগরে নয়ন প্রামানিক (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়ার উত্তরে মন্ডল পুকুর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। যুবক নয়ন প্রামানিক উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া গোয়ালপুকুর পাড়ের আনিছুর রহমানের ছেলে। নিহত নয়নের মা আয়েশা বিবি বলেন, বুধবার সকালে নয়ন খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।
এরপর দুপুর আড়াইটা নাগাদ স্থানীয় লোকজন বড়িয়াপাড়ার উত্তরে মন্ডল পুকুরের পশ্চিম পাড়ের অদুরে ধানের জমির আইলের উপর নয়নের মরদেহ পরে থাকতে দেখে। তবে নয়নের কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেনি যুবকের পরিবার। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার একেএম চিশতীসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে যুবক নয়ন শারীরিক ভাবে অক্ষম ছিলেন বলেও জানিয়েছেন ওসি।