রাণীনগরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন
নওগাঁর রাণীনগর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ১০ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও জন্মশত বার্ষিকীর কেক কাটার পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, আবুল হাসনাত খান হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা, গোলাম হোসেন গোল্লা, ছাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, প্রচার সম্পাদক খালেকুজ্জামান খালেক। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া খায়ের করা হয়।