রাণীনগরে ধর্ষন চেষ্টাকারীসহ তিনজনকে আদালতে সোপর্দ

আদালতে

নওগাঁর রাণীনগরে এক গৃহবধুকে ধর্ষন চেষ্টাকারীসহ তিন জনকে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এক গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে স্থানীয়রা আরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করে সোমবার দুপুরে থানা পুলিশে সোপর্দ করেছে।

আরিফুল ইসলাম উপজেলার যাত্রাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে আরিফুল ইসলামের নামে থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া সোমবার রাতে উপজেলার পারইল এলাকায় সন্দেহজনক ঘোরা ফেরা করার সময় স্থানীয়রা মাসুদ রানা (২৪) ও রাকিবুল ইসলাম (২০) নামে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। মাসুদ রানা বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের দিলবর রহমানের ছেলে এবং রাকিবুল ইসলাম রাণীনগর উপজেলার বেলঘড়িয়া গ্রামের আলাউদ্দীনের ছেলে। মাসুদ ও রাকিবুলের বিরুদ্ধে মামলা রুজু করে তিনজনকেই মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *