রাণীনগরে এ্যাম্পুলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁর রাণীনগরে নেশা জাতীয় ১৬ পিস ইনজেকশন এ্যাম্পুলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার সদরের রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার সকালে গ্রেফতার দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চকমনু গ্রামের আলতাব হোসেনের ছেলে আবু হাসান ওরফে আসাদুল (৩৫) ও আদমদিঘী উপজেলার প্রান্নাথপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে শাহীন হোসেন (২৫)। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, উপজেলার সদরের রেল স্টেশন এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় নেশা জাতীয় ইনজেকশন ১৬ পিস এ্যাম্পুলসহ তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মামলা রুজু করে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।