রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিসব উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে। সোমবার এক বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা পারভিন প্রমুখ।