রাজাপুরে‌ মুজিব শতবর্ষে ৫০টি পরিবার স্বপ্নের ঘর পেল

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ স্বপ্নের ঘর প্রদান করা হয়েছে।  (২৬) এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষনা করেন। 
ঝালকাঠি সহকারী জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন উপজেলা অডিটরিয়ামে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে সুবিধাভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।  এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো.মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহকারী কমিশনার (ভূমি) আনুজা মণ্ডল, রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন। ৫০ টি পরিবার ঘর পেয়ে খুশি মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *