রাজধানী’তে যুবলীগের শোক ও শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালন
রাজধানীতে যথাযোগ্য মর্যাদায় গভীর শোক ও শ্রদ্ধায় মঙ্গলবার পালিত হয়েছে ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস। কেন্দ্রীয় যুবলীগ, ঢাকা দক্ষিণ মহানগর ও ঢাকা উত্তর মহানগর যুবলীগ দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছেন।
জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর যুবলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শুরু করা হয় জেলহত্যা দিবসের কর্মসূচি। সকাল ১১টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ধানমন্ডী-৩২ প্রতিকৃতিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে ৩রা নভেম্বর ঘাতকের বুলেটে শহীদ জাতীয় চার নেতার স্মরনে কোরআন খতম, মিলাদ দোয়া মাহফিল শেষে সাধারন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, জনাব ওবায়দুল কাদের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক, আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা, শাহীন আহম্মেদ, যুবলীগ নেতা, রইচ ইসলাম প্রমুখ।