রাঙ্গামাটিতে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে এতিমখানায় খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়ার মাহফিল

রাঙ্গামাটিতে জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে এতিমখানায় খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়ার মাহফিল মুক্তিযোদ্ধার সন্তানদেরঃ-  আজ ২৭/০৮/২০২০ দুপুর ১২ঃ৩০ঘটিকায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি সদরের রাঙ্গাপানিস্থ ছামিউছ সুন্নাহ এতিমখানা ও মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে দুপুরের খাবার ও শিক্ষা সামগ্রী কলম-খাতা বিতরণ করেছেন জেলা শাখার নেতৃবৃন্দরা।এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা মহান মুক্তিযুদ্ধের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে এবং মুজিব আদর্শ বুকে ধারন জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জীবন বাজী রেখে কাজ করে যেতে প্রস্তুত। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিন্ন করতে চেয়েছিল।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করে এতিমখানার ছাত্র ছাত্রীদের মধ্যে দুপুরের খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছি আমরা। ১৫ আগস্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছি সংগঠনের নেতৃবৃন্দ এবং এতিমখানার ছাত্র ছাত্রীসহ সকল শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে। এই সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি সাহাদাৎ হোসেন, সহ সভাপতি মাহাবুবুর রহমান মিলন, সহ সভাপতি আরজু আহমেদ, সাধারণ সম্পাদক রাসেল তালুকদার যুগ্ম সাধারন সম্পাদক মিথুন বড়ুয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজন,ত্রাণ পূর্নবাসন বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম বাদশা, সদর উপজেলা শাখার সভাপতি আবির চন্দ্র ঘটক,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আবির, হামিউছ সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন,এতিমখানার শিক্ষক মন্ডলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।এতিমখানার ছাত্র ছাত্রীদের মধ্যাহ্ন ভোজ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫আগস্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।এতিমখানার সকল ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী কলম ও খাতা বিতরণের মাধ্যমে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সমাপ্ত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image