রমজানেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় থাকবে : সংসদে প্রধানমন্ত্রী

এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ

বর্তমানে নিত্যপণ্যের দাম সহনীয় রয়েছে উল্লেখ করে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেছেন, রমজানেও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে এ আশা প্রকাশ করেন সংসদ নেতা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

সংসদে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নিত্যপণ্যের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝিতে দুই দফায় টিসিবির পণ্য সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এ অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্ববধায়নে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে টিসিবির পণ্য বিক্রি করা হবে উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভোজ্য তেলের ভ্যাট প্রত্যাহার, বাজার মনিটরিং, ওএমএস, পণ্যের সরবরাহ নিশ্চিতকরণসহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, সরকারের এ সকল কার্যক্রম গ্রহণে বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। আশাকরি আসন্ন পবিত্র রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *