রমজানকে স্বাগত জানিয়ে পিরোজপুরে জাতীয় ইমাম সমিতির বর্ণাঢ্য র ‍্যালি অনুষ্ঠিত

পবিত্র রমজানকে স্বাগত ও রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি ) পিরোজপুরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র ্যালী অনুষ্ঠিত হয়েছে। র ্যালীটি পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, জাতীয় ইমাম সমিতির পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন, মাওলানা আব্দুর রহিম তামজিদ হাসান প্রমুখ। সমাবেশে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার ইমাম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *