রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, মানববন্ধনে ইঞ্জিনিয়ার সিরাজ

রংপুর চিনিকলের পরিত্যক্ত জমিতে ইপিজেড প্রতিষ্ঠার ঘোষণা দেন সরকার। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্মে বেপজার অধীনে রংপুর ইপিজেড নামে নামকরণ করা হয়। নামকরণ করা হলেও এখনও আর ইপিজেড স্থাপনের কোন আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ইপিজেড স্থাপনের কাজ শুরু না হওয়াতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশার ছায়া নেমে এসেছে। দ্রুত আর ইপিজেড বাস্তবায়নের দাবীতে উপজেলার বাগদা বাজারে আর ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্ববায়ক ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান সিরাজ এর ডাকে মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার হাজার হাজার জনগণ। গত ৩১শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকার সময় মানববন্ধন ও সমাবেশে বক্তারা দ্রুত আর ইপিজেড বাস্তবায়নের জোর দাবী জানান। মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্ববায়ক ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান সিরাজ। মানববন্ধনে বক্তব্য রাখেন এস এম আসাদুজ্জামান এরশাদ, জে,এস,ডি নেতা ও শ্রমিক নেতা আলী আজগর আরশ, বাসদ কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, বাসদ নেতা কালামানি দেব, শিক্ষাবিদ ও শিক্ষক আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, হবিবর রহমান, সাংবাদিক তাজুল ইসলাম প্রধান, কোরবান আলী তরফদারসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার সিরাজ বলেন দ্রুত ইপিজেড বাস্তবায়ন হলে আমাদের এলাকার বেকার সমস্যার সমাধান হবে। অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হবে। প্রায় চার লক্ষ মানুষ বিভিন্নভাবে ইপিজেডের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধন করবে। আমাদের এলাকাবাসী বিভিন্ন উন্নয়নম‚লক সেবা গ্রহন করতে পারবে। আমাদের এলাকার অর্থনৈতিক চিত্রের আম‚ল পরিবর্তন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন দ্রæত ইপিজেড বাস্তবায়নের দাবীতে প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যাবো। মানববন্ধন ও সমাবেশে বক্তারা দ্রæত ইপিজেড বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *