যশোরের ০১টি সফল অভিযানে ০৩ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

গত সোমবার ১৬ আগস্ট ২০২১ খ্রিঃ ডিবি যশোরের এস.আই (মোঃ আরিফুল ইসলাম, এস.আই রইচ আহমেদ, এ.এস.আই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে চৌকস টিম বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৬:০৫ ঘটিকায় যশোর বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালী বিজিবি চেকপোষ্টের পশ্চিমপার্শ্বে নূর নবীর মুদি দোকানের সামনে গয়ড়াগামী পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ হযরত আলী (৩৫), পিতা-হোসেন আলী, সাং-কাগমারী (আমড়াখালী), থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেন।উদ্ধারকৃত আলামতের মূল্য ১,২০,০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে এস আই রইচ আহমেদ বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *