ময়মনসিংহে অটোরিকশায় যাত্রী বেশে ছিনতাই, চালক আটক

ময়মনসিংহে যাত্রী বেশে অটোরিকশায় উঠে ছুরি ধরে অন্য যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাইকারীদের সহযোগিতার অভিযোগে অটোচালক কাঞ্চন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার রাত ১০টার দিকে নগরীর আলিয়া মাদরাসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক কাঞ্চন সদর উপজেলার দাপুনিয়া গ্রামের আহমদ আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মো. কামাল হোসেন নগরীর একটি প্রাইভেট হাসপাতালে তার বোনকে ডাক্তার দেখাতে নিয়ে আসেন। ডাক্তার দেখানোর পর পাটগুদাম ব্রিজ মোড়ে যাওয়ার জন্য চরপাড়া থেকে অটোরিকশায় উঠেন।

এ সময় যাত্রী বেশে দুই ছিনতাইকারীও ওই অটোরিকশায় উঠেন। অটোরিকশাটি আলিয়া মাদরাসা রোড এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী ছুরি বের করে যাত্রীদের জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। চলে যাওয়ার সময় অটোচালক ছিনতাইকারীদের ভাড়া বাবদ কিছু টাকা দিয়ে যেতে বলেন।এ সময় ছিনতাইকারীরা ১০০ টাকা দিয়ে চলে যান। এ ঘটনার পর যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইয়ে সহযোগিতা করার অভিযোগে অটোচালককে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) বলেন, এ ঘটনায় থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *