আজ রবিবার, সকাল ১১ টার “সবার রান্না ঘরে ভাতের গন্ধ ছুটুক ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম দিনর মত শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উল্লেখ্য যে জেলা পুলিশে কর্তৃক এর আগে পাঁচশতাধিক অসহায়,কর্মহীন ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়, যার মাঝে বেদে পল্লি,পরিবহন শ্রমিক,লেবার,দিনমজুর সহ নানা শ্রেনী পেশার অসহায়,কর্মহীন ও দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী দেওয়া হয়। জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল পিপিএম (বার) বলেন,ময়মনসিংহ জেলা পুলিশ সকল সময় সাধারণ, অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর প্রত্যই প্রকাশ করেছে এবং করে যাবে।অসহায় প্রতিবন্ধীদের সহায়তায় নিজেকে সম্পৃক্ত করতে পেরে আনন্দবোধ করছি।লকডাউন যতদিন ততদিন এ কার্যক্রম চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)-ফাল্গুনী নন্দী,অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) -হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার),ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) -সৈয়দ মাহবুবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্ধ উপস্তিত ছিলেন।

İstifadəçi rəyləri Pin Up casino seyrək göstərilən xidmətlərin keyfiyyətini təsdiqləyir. azərbaycan pinup Qeydiyyat zamanı valyutanı seçə bilərsiniz, bundan sonra onu dəyişdirmək mümkün xeyr. pin-up Bunun üçün rəsmi internet saytına iç olub qeydiyyatdan keçməlisiniz. pin up Además, es de muy alto impacto y de una sadeed inigualable. ola bilərsiniz