“মৌলবাদের বিরুদ্ধে ইউএএমসি মেডিকেল কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত”

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় এবং মৌলবাদের বিরুদ্ধে সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ ৬ই মার্চ সকাল ১০.০০ ঘটিকার সময় সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রাঙ্গনে কলেজ ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত হয় এবং এক বিশাল মিছিল বের হয় মৌলবাদের বিরুদ্ধে। কুষ্টিয়ায় শহরের পাচমাথা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা গত শুক্রবার রাত ২.৩০ ঘটিকার সময়। এরই পরিপ্রেক্ষিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রলীগ। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রলীগ নেতা মো. আলামিন হোসেন, মো. শিমুল পারভেজ, মো. আব্দুল্লাহ আল মাহাদি, ইসমাইল হোসেন,সাইফ মাহবুব,নাইম শাহরিয়ার, আব্দুল হান্নান,আব্দুল্লাহ আল মামুন অনিকসহ কলেজ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। বিক্ষোভ মিছিলটি সকাল ১০.৩০ ঘটিকার সময় সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ প্রাঙ্গন(মিরপুর-১৩) থেকে মিরপুর ১৪ এর দিকে অগ্রসর হয়। দীর্ঘ ৩ ঘন্টা ধরে মিছিলের র্যালি পরিচালিত হয়,,, “মৌলবাদের বিরুদ্ধে একশন টু একশন,জামাত শিবিরের বিরুদ্ধে একশন টু একশন, বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদের ঠাঁই নাই ” স্লোগানে মুখরিত হতে থাকে মৌলবাদের বিরুদ্ধে আন্দোলনরত মিছিলটি। এ সময় মিছিলে প্রাণবন্ত জোড়ালো স্লোগান দেয় নাইম শাহরিয়ার ও ইকবাল হোসেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *