মোল্লাহাটে‘র মধুমতি নদীতে নিখোজের তিন দির পর শ্রমিকের মরাদেহ উদ্ধার,
বাগেরহাটে মোল্লাহাটে মধুমতি নদীতে ১৮ আগষ্ট বুধবার বিকালে মোল্লাহাট পুরাতন ফেরিঘাট সংলগ্ন মধুমতি নদীতে নোঙ্গর করা একটি কার্গো জাহাজ থেকে সিমেন্ট খালাস শেষে গোসল করতে নেমে বিল্লাল মোল্লা নামারে শ্রমিক নিখোজ হয় নিখোজ বিল্লাল মোল্লা মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের ইউনুস মোল্লার ছেলে
নিখোজের খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযার শুরু করেন। বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো: গোলাম সরোয়ায়ার সাংবাদিকদের জানান নিখোজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করি।
খুলনার ডুবুরী দল উদ্ধার কাজে অংশ নিয়েছেন। শুক্রবার বিকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ও নিখোজ শ্রমিক বিল্লালের সন্ধান না পাওয়া অভিযান বন্ধ ঘোষনা করা হয়। পরবর্তীতে নিখোজের তিনদিন পর বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদীতে ভেসে উঠে মৃত শ্রমিক বিল্লাল এর মরাদেহ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মধুমতি নদীর গিরিশনগর এলাকা থেকে পুলিশ মৃত বিল্লাল‘র মরাদেহ উদ্ধার করে থানায় মোল্লাহাট থানায় নিয়ে আসে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাস বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে নদীতে ভেসে উঠা নিখোজ শ্রমিকের মরাদেহ উদ্ধার করে আনা হয়। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। আঈনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হবে।