মোল্লাহাটে ৬০ ফুট উঁচু নারিকেল গাছের মাথায় এক ব্যক্তির মৃত্যু

মোল্লাহাটে নারিকেল পাড়তে উঠে গাছের মাথায় মৃত্যু হয়েছে নিজার লসকার (৫২) নামে এক ব্যক্তির। মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার শাসন গ্রামে (দক্ষিণপাড়া) নিজ বাড়ির প্রায় ৬০ ফুট উঁচু নারিকেল গাছে ওঠার পর তার এ মৃত্যু হয়। পরে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আধঘণ্টা উদ্ধার চেষ্টা করে তার মৃতদেহ নিচে নামান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান নিজার লসকারের মৃতদেহ। নিজার লস্কর শাসন গ্রামের মৃত আউয়াল লস্কর এর পুত্র।

স্থানিয়রা জানান, জোহর নামাজ শেষে দুপুরের খাবার খেয়ে অনুমান ২টার দিকে নারিকেল পাড়ার জন্য গাছে গাছে ওঠেন নিজার লস্কর। তিনি নারিকেল ও ফেলেন তলায়। তার ছোট ভাই নারিকেল বাড়িতে নিয়ে আসেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিজার লস্কর বাড়িতে না ফেরায় তাকে খোঁজেন পরিবারের লোকজন। একপর্যায়ে উক্ত গাছের মাথায় নিজার লস্করকে নিরব নিস্তব্ধ অবস্থায় দেখতে পান। এরপর প্রতিবেশী জনৈক ব্যক্তি গাছে উঠে নিশ্চিত হোন তিনি মত্যুবরণ করেছেন। পরে তাকে গাছের মাথায় রশি দিয়ে বেঁধে রেখে নিচে আসেন ওই ব্যক্তি।

এরপর খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ জানান, বিকাল ৫ টার দিকে তার ০১৭ ১৫৮৫৬ ৫৮৬ নম্বর মোবাইলে বিষয়টি জানানো হয়। এরপর তাৎক্ষণিক তার নেতৃত্বে দুইটি ইউনিট যাত্রা করে সোয়া ৬ টার দিকে মোল্লাহাটের শাসন দক্ষিণ পাড়া এলাকায় পৌঁছান। এরপর আধঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে নিজার লস্করকে সফলভাবে নিচে নামাতে সক্ষম হন। পরে নিয়ম অনুযায়ী নিজার লস্করকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। এ সংবাদ লেখা পর্যন্ত নিজার লস্কর এর মৃতদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে নেয়ার প্রক্রিয়া চলছিল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *